বর্তমান সরকারের চার বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় তার এই ভাষণ দেয়ার কথা রয়েছে। সরকারের চার বছর পূর্তিতে ১২ জানুয়ারি আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরার সময় বুধবার (১০ জানুয়ারি) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এই তথ্য জানান।
প্রধানমন্ত্রীর এই ভাষণ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে জানিয়ে নূর বলেন, অনুষ্ঠানের মঞ্চ থেকে ভাষণটি দেশ টিভিতে প্রচার করব। মন্ত্রী বলেন, উন্নয়নের সবকিছু থাকবে, তিনি সরকার প্রধান। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।