ষোড়শ সংশোধনী রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন। রোববার(২৪ ডিসেম্বর) সকালে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়।
গত ১৮ ডিসেম্বর সোমবার এটর্নি জেনারেল মাহবুবে আলমের নেতৃত্বে বিশেষ টিম রিভিউ আবেদন করার বিষয়টি চূড়ান্ত করেন। ওই বৈঠকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজাসহ বিশেষ টিমের প্রায় ১০ জন সদস্য উপস্থিত ছিলেন।
তবে বৈঠকের একটি সূত্র জানায় রোববার তা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই সাথে পুরো রায়ে যে আইনের ব্যত্যয় ঘটেছে সেটিতে জোর দেবেন তারা। ২০১৪ সালে ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়েছিলো। পরবর্তীতে যা বাতিল করে দেন সর্ব্বোচ্চ আদালত।