বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
সংবিধানের ধারা আদালত পুনঃস্থাপন করতে পারে না: অ্যাটর্নি জেনারেল
প্রকাশ: ০৫:১৬ pm ০১-০৮-২০১৭ হালনাগাদ: ০৫:১৮ pm ০১-০৮-২০১৭
 
 
 


সংবিধানের কোনো ধারা আদালত অবৈধ ঘোষণা করতে পারে, কিন্তু পুনঃস্থাপন করতে পারে না। সেটির এখতিয়ার একমাত্র সংসদের হাতে রয়েছে। এ কথা বলেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার (০১ আগস্ট) সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। এর আগে বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় মঙ্গলবার প্রকাশ করেছেন আপিল বিভাগ। এতে 'সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল' পুনঃস্থাপনের রায় দেয়া হয়। মাহবুবে আলম বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কন্সেপ্টটা (ধারণা) হলো সেনা শাসকদের কন্সেপ্ট, পাকিস্তানের কন্সেপ্ট, মেজর জিয়াউর রহমানের কন্সেপ্ট। কাজেই এটা পুনঃস্থাপনে নিশ্চয় আমি ব্যথিত। গত ৩ জুলাই হাইকোর্টের দেয়া রায়ের কিছু পর্যবেক্ষণ এক্সপাঞ্জ (বাদ দিয়ে) করে রাষ্ট্রপক্ষের আপিল 'সর্বসম্মতভাবে' খারিজ করে বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বিভাগ এ রায় দেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT