বেশিরভাগ সময়ই সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয় বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের। ক্যারিয়ারের প্রায় শেষ সময়ের এই ব্যস্ততার মধ্যেও পরিবারকে যথেষ্ট সময় দিয়ে থাকেন তিনি। আর তাই অন্য আট-দশ'টা সুখী পরিবারের মতোই আনন্দে কাটে তার দিনগুলো। এমনই এক চিত্র ফুটে ওঠেছে সঞ্জয় দত্ত ও তার স্ত্রী মান্যতার একটি ভিডিও প্রকাশের মাধ্যমে। সম্প্রতি সঞ্জয়ের প্রথম পক্ষের মেয়ে ত্রিশলার জন্মদিন পার্টিতে হাজির ছিলেন বাবা সঞ্জয়, মান্যতা এবং দত্ত পরিবারের অন্যান্য সদস্যরা। সেখানে স্ত্রীর সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে নাচেন সঞ্জয়। নাচের দৃশ্য আবার ভিডিও করা হয়। মান্যতা নিজে সেই ঘনিষ্ঠ দৃশ্য সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। শেয়ার করার পরপরই ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। লাইক, শেয়ার ও কমেন্ট করেছেন সঞ্জয়ের ভক্তরা।