আবহাওয়ার উন্নতি হওয়ায় দেশের সব রুটে নৌযান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রোববার (২২ অক্টোবর) সকালে সব নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত তুলে দিয়ে এ ঘোষণা দেওয়া হয়। বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, অভ্যন্তরীণ নৌ সতর্ক সংকেত উঠে যাওয়ায় দেশের সব রুটে নৌ চলাচল আবারো শুরু হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে গতকাল শনিবার দেশের সব নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেয় আবহাওয়া অফিস। এরপর থেকে সব রুটে নৌ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।