সরকারের সচিব পদে পদোন্নতি পেয়েছেন ভারপ্রাপ্ত সচিব ও ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় কর্মরত প্রশাসনের ৫ কর্মকর্তা। রোববার (১৩ আগস্ট) এসব কর্মকর্তাকে সচিব পদে পদায়ন করে এ সংক্রান্ত একটি আদেশে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মফিজুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরী এবং ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় কর্মরত বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক শিরীন আখতার। রেওয়াজ অনুযায়ী এদেরকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রথমে ওএসডি করা হয়। এরপর পৃথক আদেশে আগের দপ্তরেই তাদের সচিব হিসেবে পদায়ন করা হয়। উল্লেখ্য, ২০১২ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার জনপ্রশাসনে সিনিয়র সচিবের পদ চালু করে। বর্তমানে জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব এবং সচিব পদমর্যাদায় ৭৮ জন কর্মকর্তা রযেছেন।