বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবেও প্রতিযোগিতায় লড়বে "ডুব"
প্রকাশ: ১১:১৮ am ১২-০৬-২০১৭ হালনাগাদ: ১১:২০ am ১২-০৬-২০১৭
 
 
 


মস্কো ফিল্ম ফেস্টিভালের আগেই সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব প্রতিযোগিতায় লড়বে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ডুব। ভ্যারাইটি প্রতিবেদনে এমনটি জানা গেছে। দ্য পাম্প ও অস্কার জয়ী নির্মাতা বিল আগস্টের দ্য চায়নিজ ইউডো ছবিটি প্রথমে রয়েছে। এছাড়া প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া, চীন, হংকং, বাংলাদেশ, ভারত, ইতালি, জাপানের ছবিগুলো স্থান পেয়েছে। আগামী ১৭ জুন শুরু হয়ে ২৫ জুন শেষ হবে এই চলচ্চিত্র উত্সব। ২৫ জুন ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। উত্সবে পরিচালক ফারুকীর পাশাপাশি অংশ নেবেন ছবির অভিনেতা ইরফান খান, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, প্রযোজক অশোক ধানুক এবং আবদুল আজিজ। ফারুকী তার ফেসবুকে অনুভূতি শেয়ার করে লিখেছেন, ‘আরেকটা খুবই আনন্দের খবর শেয়ার করছি। জীবন কখনও কখনও ফুল সার্কেল মিলিয়ে দেয়। বিল অগাস্টের অস্কার ও কানজয়ী ছবি পেলে দ্য কনকারার দেখে স্তব্ধ হয়ে গেছিলাম, জার্মান কালচারাল সেন্টারে, সেই ছোটবেলায় (বাই দ্য ওয়ে আমার ছোটবেলা এখনও চলমানই)! আজকে যখন তার নতুন ছবির সঙ্গে একই প্রতিযোগিতায় আমার ছবিও নির্বাচিত হয়, তখন আমার ভেতর এক ফ্যান বয়ের উচ্ছ্বাস শুরু হয়।’ সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের মেইন কম্পিটিশনে নির্বাচিত হল ডুব! সেখানে অন্য পনেরো ছবির সঙ্গে আছে বিল অগাস্টের নতুন ছবিও। জুরি বোর্ডের তালিকা পড়ে দেখলাম তারার ছটা। পাম দ্য অর জয়ী ক্রিস্টিয়ান মুঙু জুরি বোর্ড সভাপতি। তাকে বলা হয় রোমানিয়ান নিউ ওয়েভের পোস্টার বয়। তার তিন ছবি কানে পুরস্কার জিতেছে চারটা। আছে অস্কারজয়ী হুইপল্যাশের প্রযোজক গ্যারি মিশেল ওয়াল্টার, গোল্ডেন লায়ন জেতা মিলশো মানচেভস্কি এবং তিন গুরুত্বপূর্ণ চীনা এবং জাপানিজ পরিচালক। আমরা জানি যেকোনো এ-লিস্ট ফেস্টিভালের প্রতিযোগিতায় নির্বাচিত প্রায় সব ছবিই জেতার ক্ষমতা রাখে। কারণ কয়েক হাজার ছবির মধ্য থেকে নির্বাচিত হয় ছবিগুলো।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT