রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় দুই ছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর তাদের লাশ উদ্ধার করা হয়।
স্বজনরা জানান, ছাত্রীরা বই কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিল।
সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জের কালীগঞ্জের এলাকার কাজী নজরুল স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী সানজিদা ও স্বপ্না বই কিনতে সদরঘাট যায় বলে জানান স্বজনরা। পরে ফেরার সময় চাঁদপুরের দিকে ছেড়ে যাওয়া বিআইডব্লিউটি এর এমভি স্বাধীন নামের লঞ্চের ঢেউয়ের তোড়ে উল্টে যায় তাদের বহনকারী নৌকাটি।
৭ জনের মধ্যে ৫ যাত্রী সাঁতরে উঠতে পারলেও ২ জনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানান স্বজনরা।
খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেয়। দুঘণ্টার চেষ্টার পর দুজনের লাশ উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।