রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
সানী ও তার মায়ের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা
প্রকাশ: ০২:৩০ pm ০১-০২-২০১৭ হালনাগাদ: ০৫:২১ pm ০১-০২-২০১৭
 
 
 


জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে এবার যৌতুকের জন্য মারধরের অভিযোগে মামলা দায়ের করেছেন তার কথিত স্ত্রী নাসরিন সুলতানা। এ মামলায় সানির মা নার্গিস আক্তারকেও আসামি করা হয়েছে।

বুধবার ঢাকা ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম রেজানুর রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয।

আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর নাসরিন আক্তারের সঙ্গে আরাফাত সানির পাঁচ লাখ এক টাকা দেনমোহরানায় বিয়ে হয়। বিয়ের পর ২০১৫ সালের ২৯ জুলাই ক্রিকেটার সানি ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় তাকে বিভিন্নভাবে গালাগালি করতে থাকেন।

২০১৬ সালেল ২৩ ডিসেম্বর নাসরিন তাকে ঘরে তুলে নিতে বললে সানি যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকেন। চলতি বছরের ২২ জানুয়ারি মোহাম্মদপুর থানার কাছে রাস্তায় নাসরিন আক্তারকে যৌতুকের জন্য মারধর করেন সানির মা নার্গিস আক্তার।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT