শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
সাভারে অপহরণের চার দিন পর এক কলেজছাত্রীকে উদ্ধার
প্রকাশ: ১১:০৭ am ০৩-১১-২০১৭ হালনাগাদ: ১১:১৪ am ০৩-১১-২০১৭
 
 
 


রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার আশুলিয়া থেকে অপহরণের চার দিন পর এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে রাজধানীর সদরঘাট এলাকার একটি হোটেলের সামনে থেকে আশুলিয়া থানা পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে।

পুলিশের ভাষ্য, বর্তমানে ওই কলেজছাত্রী কিছুটা অসুস্থ। তাঁকে সাভারে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হবে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত সোমবার বিকেলে আশুলিয়ার আউকপাড়া থেকে প্রকাশ্যে অপহরণ করা হয় সাভার বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক প্রথম বর্ষের ওই ছাত্রীকে। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেন।

ওই মামলায় বলা হয়, কুমকুমারী এলাকার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আতাউর রহমানের বখাটে ছেলে লেমন মিয়া অপর পাঁচ সহযোগীকে নিয়ে গত মঙ্গলবার প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে তাঁর মেয়েকে অপহরণ করে।

এসআই আরো জানান, অপহরণের বিষয়ে গণমাধ্যমে খবর প্রচারিত হলে ওই কলেজছাত্রীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায় আশুলিয়া থানা পুলিশ। ভোরে রাজধানীর সদরঘাট থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় করা মামলার আসামিদের কেউই এখনো আটক হয়নি।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT