শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
সাভারে কলেজছাত্রীকে সন্দেহভাজন ধর্ষণকারী এক দোকানদারকে আটক
প্রকাশ: ১১:০৪ am ০৩-১১-২০১৭ হালনাগাদ: ১১:০৬ am ০৩-১১-২০১৭
 
 
 


রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার কলমা এলাকায় কলেজে যাওয়ার পথে মিথ্যা কথা বলে বাসায় নিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন ধর্ষণকারী এক দোকানদারকে আটক করেছে পুলিশ।

গত ২৫ অক্টোবর কলমা এলাকার একটি বাসায় ঘটনাটি ঘটে।

ওই কলেজছাত্রী সাভারের একটি শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি প্রথম বর্ষে পড়ছে।

ছাত্রীর অভিযোগ, গত ২৫ অক্টোবর কলেজে যাওয়ার পথে কলমা এলাকার ওই যুবক তার (ছাত্রী) খালা অসুস্থ হয়েছে বলে জানায়। পরে খালাকে তার (যুবক) বাসায় রাখা হয়েছে বলে কৌশলে সেখানে ডেকে নেয় তাকে। ওই বাসার ছাদে নিয়ে তাকে ধর্ষণ করে ওই যুবক।

ছাত্রী আরো জানায়, তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে তারা ওই  যুবককে আটক করে।

পুলিশের ভাষ্য, বিষয়টি জানাজানি হলে ঘটনার মীমাংসায় বৃহস্পতিবার দিবাগত রাতে কলমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল রানার ব্যক্তিগত কার্যালয়ে সালিশি বৈঠক বসে। সেখানে ওই যুবক ধর্ষণের বিষয়টি স্বীকার করলে তার সঙ্গে কলেজছাত্রীকে বিয়ের বন্দোবস্ত করে একটি পক্ষ। তবে বয়স কম হওয়ায় বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান কাজি।

খবর পেয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ওই বৈঠক থেকেই মুদি দোকানদারকে আটক করেন।

এ বিষয়ে তারিকুল ইসলাম জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কলেজছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর প্রক্রিয়া চলছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT