ঢাকার সাভারে পোশাক শ্রমিক শামীমা আক্তার হ্যাপী হত্যার দায়ে তার স্বামী মুকুল হোসেন মোল্লা এবং মুকুলের কথিত প্রেমিকা লাভলী আক্তার নিলুফাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. শামসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মো. শামসুর রহমান জানান, এ মামলার ২৫ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের জবানবন্দি নিয়ে এ রায় দিয়েছেন আদালত। এসময় মামলার প্রধান আসামি মুকুল উপস্থিত ছিলেন। তবে মামলা হওয়ার পর থেকে অন্য আসামি লাভলী পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালে পোশাক শ্রমিক হ্যাপীকে বিয়ে করেন মুকুল। বিয়ের পর তারা সাভারে একটি বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করেন। ২০১২ সালের ৭ জানুয়ারি লাভলীর ইন্ধনে হ্যাপীকে শ্বাসরোধ করে হত্যা করেন মুকুল এবং লাশ তিন টুকরো করে কেরানীগঞ্জের অলিপুর ইটভাটার নিচে ফেলে দেন। ৮ জানুয়ারি লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১২ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা মুকুল ও লাভলীকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন।