মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১২ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
সিরিয়ায় দুটি বোমা হামলায় ৪৪ নিহত
প্রকাশ: ১১:০০ pm ১১-০৩-২০১৭ হালনাগাদ: ১১:২৭ am ১২-০৩-২০১৭
 
 
 


সিরিয়ার রাজধানী দামেস্কে দুটি বোমা হামলায় অন্তত ৪৪ ইরাকি নিহত এবং শতাধিক আহত হয়েছে।

শনিবার দামেস্কের বাব আল-সাগির সমাধিস্থলের কাছে এ হামলার ঘটনা ঘটে। ইরাক সরকার জানিয়েছে, ওই হামলায় আহত হয়েছে ১২০ জন।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ওই এলাকা দিয়ে একটি বাস যাওয়ার সময় রাস্তার পাশে পুতে রাখা একটি বোমা বিস্ফোরণ ঘটে। এ ছাড়া এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে।

মূলত শিয়া মুসলিম তীর্থ যাত্রীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এই হামলাকে একটি ঘৃণ্য সন্ত্রাসী হামলা উল্লেখ করে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ জালাল বলেন, কারা এ হামলার পেছনে রয়েছে তা পরিষ্কার নয়।

শিয়া সম্প্রদায় প্রায়ই হামলার শিকার হয়ে থাকে। তবে রাজধানীতে সাধারণত এ ধরনের হামলার হয় না। দামেস্কের বেশিরভাগই প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে রাজধানীর আশপাশে বিদ্রোহীরা প্রায়ই তৎপরতা চালিয়ে থাকে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT