জম্মু-কাশ্মীর সীমান্তে পাক সেনার ছোড়া গুলিতে ৫ বছর বয়সী একটি শিশু এবং একজন সেনা সদস্য নিহত হয়েছে। পাক সেনারা সোমবার (১৭ জুলাই) সকাল থেকেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙঘন করে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে এবং পুঞ্চে গুলি চালাতে শুরু করে। এ ঘটনায় একজন সেনা এবং নারী গুরুতর আহত হয়েছেন। গোলাগুলির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দুইদেশের সামরিক অভিযানের মহাপরিচালকদ্বয় ফোনে কথা বলেছেন। পুঞ্চ জেলার বালাকোটে ৫ বছর বয়সী সাইদা কাফিল কাওসার নিহত হয়। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মনিশ মেহতা জানান, পাক সেনারা সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ভিমবার গালি সেক্টরের দিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি শুরু করে। তবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি বর্ষণ করেছে। গোলাগুলির তীব্রতা এতটাই ছিলো যে রাজৌরির প্রশাসন সীমান্তের কাছাকাছি অবস্থিত বিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেয়। সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ বেড়ে গেছে। এত বহু সংখ্যক সেনা এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস