শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
সোমালিয়ায় হোটেলে আত্মঘাতী হামলায় নিহত ১৩
প্রকাশ: ০৩:৫৬ pm ২৫-০১-২০১৭ হালনাগাদ: ০৪:০১ pm ২৫-০১-২০১৭
 
 
 


সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি আবাসিক হোটেলের গেইটে আল শাবাব জঙ্গিদের চালানো গাড়িবোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

বুধবারের এ ঘটনায় গাড়িবোমা বিস্ফোরণ ঘটানোর পর হোটেলটির ভিতরেও হামলা চালিয়েছে জঙ্গিরা, জানিয়েছে পুলিশ।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে জানিয়ে পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ আহমেদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “হোটেলটিতে দুটি বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিকসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন, এছাড়া আরো প্রায় ১২ জন আহত হয়েছেন।”

হোটেলটির নাম ডেয়াহ এবং এটি মোগাদিশুর কেন্দ্রস্থলে পার্লামেন্ট ভবনের কাছে বলে জানিয়েছে আল জাজিরা।

আল শাবাব হামলার দায় স্বীকার করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জঙ্গিগোষ্ঠীটির সঙ্গে সম্পর্কিত রেডিও আন্দালুস। 

আন্দালুসের প্রতিবেদনে বলা হয়, “ব্যাপক অস্ত্রে সজ্জিত মুজাহিদিনরা হোটেলটিতে হামলা চালিয়েছে এবং এখন হোটেলটির ভিতরে লড়াই করছে তারা।”

ক্যাপ্টেন মোহাম্মদ হুসেন জানিয়েছেন, সকালে হামলাটি চালানোর সময় হোটেলটিতে সোমালিয়ার পার্লামেন্ট সদস্যসহ বহু মানুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT