বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এখন দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক দুর্ঘটনার জন্য চালকদের অদক্ষতাকেই দায়ী করেন তিনি।
গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জে ভারতের মাহিন্দ্রা ও বাংলাদেশের র্যাংগস গ্রুপের যৌথভাবে প্রতিষ্ঠিত 'বৃহত্তম গাড়ি সংযোগ প্ল্যান্ট' এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, সড়ক দুর্ঘটনা এখন দুর্ভাবনা। প্রতিদিনই এটি পীড়া ও কষ্ট দেয়। বান্দরবানে ত্রাণবাহী ট্রাক উল্টে গেল। তাড়াহুড়া করে যে যার ইচ্ছে মতো গাড়ী চালায় কোন গতি মানে না। এসময় মন্ত্রী ড্রাইভারদের উদ্দেশ্য করে বলেন, হাতে স্টিয়ারিং পেলেই হয়ে যায় দিগ্বিজয়ী আলেকজান্ডার।'