রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
হবিগঞ্জে স্কুল ছাত্র তৌকির হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
প্রকাশ: ০৪:৪৫ pm ০১-০২-২০১৭ হালনাগাদ: ০৪:৫৩ pm ০১-০২-২০১৭
 
 
 


হবিগঞ্জে স্কুল ছাত্র তৌকির হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় ৮ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। 

বুধবার (১ ফেব্রয়ারি) হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভীন এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের হেলাল উদ্দিন তুর্কি (১৮),  রনি (১৯),  সাদ্দাম (১৮) ও  নিয়াজ (১৫) এবং  আক্তার মিয়া (২০)।

২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে স্কুল ছাত্র তৌকিরকে ছুরিকাঘাত হত্যা করে অপরাধীরা। পরে নিহত তৌকিরের পিতা আব্দুল বারিক বাদী হয়ে সদর থানায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। পরে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক বুধবার এই রায় দেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT