শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
হলফনামা বাতিলের প্রস্তাব আমাদের হতবাক করেছে : বদিউল আলম
প্রকাশ: ১০:৩৮ am ২৩-১০-২০১৭ হালনাগাদ: ১০:৪৩ am ২৩-১০-২০১৭
 
 
 


৮ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের হলফনামা বাতিলের প্রস্তাব আমাদের হতবাক করেছে । এ কথা বলেছেন ‘সুজন-সুশাসনের জন্যে নাগরিক’-এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার । 

রোববার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘সুজন-সুশাসনের জন্যে নাগরিক’-এর উদ্যোগে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন । তিনি বলেন, এটা মৌলিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থি । আমরা মনে করি, হলফনামার মতো গুরুত্বপূর্ণ বিধান বাতিল চেয়ে দলটি যে অভিমত প্রকাশ করেছে । তা সত্যিই হতাশাজনক ও অনভিপ্রেত । মজুমদার বলেছেন, আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আজ ঝুঁকির মুখে পড়েছে । কেউ কেউ আবার বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা খাদে পড়ে গেছে । গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট থাকে ।

গণতান্ত্রিক যাত্রা পথের সূচনা হয় একটা নির্বাচনের মাধ্যমে । এখন তো নির্বাচনে আর ভোট দিতে হয় না । নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত হয়ে থাকে । নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম । এটা গণতন্ত্রের যাত্রা পথের জন্য অশনি সঙ্কেত । ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT