আগামী অক্টোবরে ঢাকায় বসছে এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। এই আসরকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দল ঘোষণ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দলটির নেতৃত্বে থাকছেন রাসেল মাহমুদ জিমি।
গতকাল শুক্রবার ১৮ সদস্যের দল ঘোষণা করে হকি ফেডারেশন। এই দলে ফিরেছেন পুস্কর ক্ষীসা মিমো ও হাসান জুবায়ের নিলয়।
আসরে আট দল অংশ নেবে। দলগুলো হলো-স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও ওমান। ১১ থেকে ২২ অক্টোবর আসরটি বসছে মওলানা ভাসনী হকি স্টেডিয়ামে।
এশিয়া কাপের বাংলাদেশ দল : আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, রাসেল মাহমুদ জিমি (অধিনায়ক), অসিম গোপ, আবু সাইদ নিপ্পন, ফরহাদ আহমেদ সিটুল, রেজাউল করিম বাবু, ইমরান হাসান পিন্টু, মামুনুর রহমান চয়ন, রুম্মান সরকার, নাইম উদ্দিন, হাসান যুবায়ের নিলয়, সারোয়ার হোসেন, কামরুজ্জামান রানা, পুস্কর ক্ষিসা মিমো, মিলন হোসেন, মাইনুল ইসলাম কৌশিক ও আরশাদ হোসেন।