মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১২ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
হাইতিতে বাসচাপায় নিহত ৩৪
প্রকাশ: ০১:০৩ pm ১৩-০৩-২০১৭ হালনাগাদ: ০১:০৫ pm ১৩-০৩-২০১৭
 
 
 


হাইতির গোনাইভস শহরে বাসের চাপায় নিহত হয়েছেন ৩৪ জন।

বাসটি প্রথমে দুজন পথচারীকে চাপা দেয়। এর মধ্যে একজন নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে বাস নিয়ে পালানোর চেষ্টা করেন চালক।

দ্রুত গতিতে বাস নিয়ে পালানোর সময় পথসংগীতের একটি দলের ওপর দিয়ে চালিয়ে দেন চালক। এ সময় কয়েক ডজন মানুষ নিহত হন।

তবে বিবিসি অনলাইন জানিয়েছে হতাহতের সংখ্যা নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। গোনাইভস শহরটি হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার উত্তরে।

রোববারের এ দুর্ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হন। জরুরি সেবা বিভাগ তাদের হাসপাতালে নিয়ে যায়।

গাড়িচালকের পালানোর চেষ্টার সময় আরো বেশি মানুষ মারা যাওয়ায় বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। তবে দ্রুত গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিক্ষুব্ধ জনতা যাত্রীসহ বাসটিতে আগুন ধরিয়ে দিতে দেয়। তবে তা নিয়ন্ত্রণ করায় যাত্রীদের প্রাণহানি হয়নি। বাস, বাসের যাত্রী ও গাড়িচালক এখন স্থানীয় কর্তৃপক্ষের অধীনে রয়েছে।

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT