রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
হাজারীবাগের ট্যানারি ৬ এপ্রিলের মধ্যে সরানোর নির্দেশ
প্রকাশ: ০১:০০ pm ৩০-০৩-২০১৭ হালনাগাদ: ০৪:১৩ pm ৩০-০৩-২০১৭
 
 
 


রাজধানীর হাজারীবাগের সব ট্যানারি ৬ এপ্রিলের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার ট্যানারি মালিকদের একটি আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

ট্যানারি মালিকরা পরিবেশের ক্ষতিপূরণ বাবদ ১৫৪ ট্যানারির বকেয়া ৩০ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধের আদেশ স্থগিত এবং প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানার রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন।

আপিল বিভাগ আদেশে বলেছে, আগামী ৬ এপ্রিলের মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারি ‘ক্লোজ ডাউন’ করতে হবে। এরপর ক্ষতিপূরণের বকেয়া ও জরিমানা নিয়ে আবেদন আদালত শুনবে। বিষয়টি আগাসী ৯ এপ্রিল আবার শুনানির জন্য আসবে।

এর আগে হাই কোর্ট হাজারীবাগের সব ট্যানারি অবিলম্বে বন্ধের নির্দেশ দিলে ট্যানারি মালিকরা কোরবানির ঈদ পর্যন্ত হাজারীবাগে কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি চান। বুধবার হাই কোর্ট সে আবেদন নাকচ করে দেন।

বৃহস্পতিবার আপিল বিভাগে ট্যানারি মালিকদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। অন্যদিকে হাই কোর্টে রিটকারী পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT