সংবাদকর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ডের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে নতুন এ ওয়েজ বোর্ড গঠন করা হবে। রোববার (১৩ আগস্ট) সকালে সচিবালয়ে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনশেষে এ কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই দ্রুত ওয়েজবোর্ড গঠনে তথ্য মন্ত্রণালয় কাজ করছে। এ নিয়ে সাংবাদিকদের সভা-সমাবেশ না করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। শুধুমাত্র প্রিন্ট মিডিয়ার জন্যই ওয়েজবোর্ড হচ্ছে বলে উল্লেখ করে ইলেকট্রনিক মিডিয়ার ওয়েজ বোর্ডের জন্যও সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী হাসানুল হক। ইনু বলেন, সাংবাদিক প্রতিনিধি, কর্মচারী প্রতিনিধি ও মালিক প্রতিনিধিদের সমন্বয়ে ওয়েজ বোর্ড ঘটনে ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। মালিকরা যদি প্রতিনিধি না দেন তা হলে একতরফা মজুরি বোর্ড ঘোষণা করবো কিনা, এটা একটা কঠিন সিদ্ধান্ত।