দেশের আইন শৃংখলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকান্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারী ও ব্যক্তিগত কর্মকান্ড দিয়ে পুলিশ বাহিনীর ইমেজ বৃদ্ধিকরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখছেন পুলিশ বাহিনীর সদস্যরা। তাদের অবদানের স্বীকৃতিস্বরুপ ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ প্রতিবছর ঐসকল পুলিশ সদস্যদের আইজিপি ব্যাজ পড়িয়ে সম্মানিত করেন। ২০১৭ সালে পুলিশি সেবার মাধ্যমে ভালো কাজ করায় ২০১৮ সালের পুলিশ সপ্তাহে ‘আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ’ পাচ্ছেন ৩২৯ জন পুলিশ সদস্য। ভালো কাজের মানদন্ড বিবেচনা করে মোট ৬ টি ক্যাটাগরিতে ৩২৯ জন পুলিশ সদস্যদের আগামী ১০ জানুয়ারি রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে পড়িয়ে দেয়া হবে আইজিপি ব্যাজ ২০১৮। ‘এ’ ক্যাটাগরিতে আইজিপি ব্যাজ পাচ্ছেন ৭৭ জন, ‘বি’ ক্যাটাগরিতে পাচ্ছেন ১০৬ জন, ‘সি’ ক্যাটাগরিতে পাচ্ছেন ৬৭ জন, ‘ডি’ ক্যাটাগরিতে পাচ্ছেন ২৩ জন, ‘ই’ ক্যাটাগরিতে পাচ্ছেন ২৮ জন ও ‘এফ’ ক্যাটাগরিতে ২৮ জন পুলিশ সদস্য। আগামী ১০ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত শীল্ড প্যারেড পুরস্কার বিতরণীর শেষে আনুষ্ঠানিকভাবে আইজিপি ব্যাজ ২০১৮ পড়িয়ে দিবেন আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম।