শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ডাচ-বাংলা ব্যাংক
প্রকাশ: ০৪:০১ pm ২৫-০২-২০১৮ হালনাগাদ: ০৪:০৫ pm ২৫-০২-২০১৮
 
 
 


বিনিয়োগকারীদের শেয়ারে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ডাচ-বাংলা ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশের সুপারিশ করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানিটির সবশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য মতে, ৩১ ডিসেম্বর, ২০১৭ শেষ হওয়া হিসাব বছরের জন্য এই লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। এসময় পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ২৮ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯৭ টাকা ৪১ পয়সা। আগের বছর যা যথাক্রমে ছিল ৮ টাকা ৮৮ পয়সা ও ৮৮ টাকা ৩৬ পয়সা। সে হিসেবে বছর ব্যবধানে ডাচ-বাংলা ব্যাংকের মুনাফা বেড়েছে।লভ্যাংশ বিবেচনার জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে আগামী ২৯ মার্চ। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT