বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠেছে প্রশান্ত মহাসাগরের উপকূলীয় দেশ চিলি। সোমবার (২৪ এপ্রিল) সংগঠিত এ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিলো ৭.১। প্রথম কম্পন অনুভূত হয় চিলির তৃতীয় জনবহুল শহর ভালপারাসিওতে। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হলেও এখন পর্যন্ত তেমন খবর পাওয়া যায়নি। গত কয়েক দিনে এই নিয়ে ব্যাপক মাত্রায় আটটি ভূ-কম্পন অনুভূত হয়েছে এই অঞ্চলে। চিলি কর্তৃপক্ষ এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। প্রথমে সুনামি সতর্কতা জারি হয়েছিল। তবে পরবর্তীতে চিলির নৌবাহিনী এবং প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের আশ্বাসে সুনামি সতর্কতা বাতিল করা হয়। ভয়াবহ ভূকম্পনের ফলে দেশটির মোবাইল সেবা বিপর্যস্ত হয়েছে।