চিশতি কৌশিক হাসান ও রেনী হাজরা সম্পর্কে দুই ভাই বোন। এবারই প্রথম দুই ভাই বোন মিলে একটি একক নাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘অচেনারে চেনা’। নাটকটির শুটিং হয়েছে রাজধানীর ইস্কাটনের প্রিয়াঙ্কা শুটিং হাউসে। এই শুটিং হাউসেই কাজ করতে গিয়ে অনেকদিন পর দেখা হলো সজল ও ফারিয়ার। আমিরুল ইসলাম অরুণের রচনায় ‘অচেনারে চেনা’ নাটকের গল্পের সারসংক্ষেপ এই যে, বিত্তবানরা পরস্পরের বন্ধু হতে পারে কিন্তু আত্মীয় হতে পারে না। আবার বিত্তহীনরা পরস্পরের বন্ধুও হতে পারে, আত্মীয়ও হতে পারে। এই বিষয়কে আবর্ত করেই ইকবাল ও ফারজানাকে কেন্দ্র করেই নাটকটির গল্প এগিয়ে যায়। নাটকে ইকবাল চরিত্রে অভিনয় করেছেন সজল এবং ফারজানা চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘অরুণ ভাইয়ের লেখা নাটকের গল্প সত্যিই অনেক ভালোলেগেছে। সমাজের মানুষের প্রতি একটি চমৎকার ম্যাসেজ দেয়ার চেষ্টা করা হয়েছে এ নাটকে। ফারিয়ার সঙ্গে’। লাক্স তারকাভিনেত্রী ফারিয়া বলেন, ‘গল্প ভালো হলে চরিত্র ভালো লাগলে আমি নাটকে অভিনয় করি। তবে আমি সবসময়ই একটু বেছে বেছে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।’ খুব শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে।