রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
‘জিয়ানগর’ ফিরল পূর্বের ‘ইন্দুরকানি’ নামে, লালমাই নতুন উপজেলা
প্রকাশ: ০৩:১৪ pm ০৯-০১-২০১৭ হালনাগাদ: ০৩:২০ pm ০৯-০১-২০১৭
 
 
 


পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দ‍ুরকানি উপজেলা নামকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

এছাড়া কুমিল্লা জেলায় ‘লালমাই’ নামে নতুন একটি উপজেলা এবং চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন দোহাজারি ইউনিয়নকে পৌরসভায় হিসেবে গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৯ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুর্নবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী এই কমিটির আহ্বায়ক।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দরকানি উপজেলা নামকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

“এটা পূর্বে এই নাম ছিল। সমস্যা হলো, থানার নাম ইন্দুরকানি এবং উপজেলার নাম জিয়ানগর হয়ে গেছে। দু’টো দুই রকম।”

২০০২ সালে ১৭ এপ্রিল জিয়ানগর নামে নতুন প্রশাসনিক উপজেলা সৃষ্টি করা হয়েছিল বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, এখন জনগণ চাচ্ছে যে পুরনো নামে ফেরত যাবে। জনগণের দাবির প্রেক্ষিতে এই প্রস্তাবটা এসেছে এবং অনুমোদন হয়েছে।

কুমিল্লা জেলায় ‘লালমাই’ নামে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এটি হবে দেশের ৪৯১তম উপজেলা।

এছাড়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন দোহাজারি রেল স্টেশন সংলগ্ন ইউনিয়ন একটা বেশ বড় জনপদ। এটাকে পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন। এখানে পৌরসভার চেয়ে বড় অবকাঠামো হয়ে গেছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT