ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘মানবপাচার চক্রের’ সন্দেহভাজন ২৪ সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যাব।
এ বাহিনীর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, আটকদের কাছ থেকে ‘মুক্তিপণের’ ছয় লাখ টাকা, জাল ভিসা ও ভিসা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এছাড়া অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় ১০ জন ও পাচারের শিকার হয়ে লিবিয়া ঘুরে আসা ২৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
মিজানুর বলেন, “অবৈধভাবে মানুষকে বিদেশে পাঠিয়ে পরে তাদের জিম্মি করে এই পাচারকারী চক্র অর্থ আদায় করত।”
তবে আটকদের পরিচয় বা অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি এই র্যাব কর্মকর্তা।
তিনি বলেছেন, বুধবার বেলা ১১টার পর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।