শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ঘনকুয়াশায় কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে নৌচলাচল বন্ধ
প্রকাশ: ০৮:৩০ am ০৭-০১-২০১৭ হালনাগাদ: ১০:২৪ am ০৭-০১-২০১৭
 
 
 


ঘনকুয়াশার কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার রাত ১১টা থেকে কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। শনিবার সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে।

রাত ১১টা থেকে কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় পদ্মার দিকনির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। ফলে নৌরুটের দিক নির্ণয় করতে না পেরে রো-রোসহ পাঁচটি ফেরি পদ্মানদীর বিভিন্ন স্থানে রাত থেকেই নোঙর করে আছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আর আটকেপড়া এসব ফেরিতে নারী ও শিশু যাত্রীরা তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, পদ্মার অববাহিকায় প্রচণ্ড কুয়াশা থাকায় রাত ১১টা থেকেই দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল। উভয় ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পাঁচটি ফেরি মাঝপদ্মায় কুয়াশা কমে যাওয়ার অপেক্ষায় নোঙর করে আছে। এছাড়াও কাওড়াকান্দি ঘাটে পরিবহন লোড করে ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে দুটি ফেরি।

এদিকে কাওড়াকান্দি লঞ্চ ও স্পিডবোট ঘাট সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে সকাল থেকে বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। তবে লঞ্চঘাট এলাকায় যাত্রীদের বেশ ভিড় রয়েছে। কুয়াশা একটু কমলেই লঞ্চ চলাচল শুরু হবে বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, কুয়াশার কারণে রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কাওড়াকান্দি ঘাটে দূরপাল্লার পরিবহনসহ পারাপারের অপেক্ষায় আটকে আছে পণ্যবাহী ট্রাক ও নৈশকোচ।

 

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT