শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ঘানায় গাছ চাপায় নিহত ২০
প্রকাশ: ১১:১৪ am ২০-০৩-২০১৭ হালনাগাদ: ১১:১৭ am ২০-০৩-২০১৭
 
 
 


ঘানার কিনটাম্পো অঞ্চলে জনপ্রিয় এক ঝর্নাতে বৃষ্টির কারণে উপড়ে যাওয়া একটি গাছের চাপায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

দেশটির জরুরী ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা যায়, নিহতরা সকলে ঝর্নার পানিতে সৃষ্ট পানির আধারে সাতার কাটছিলেন। ঝড়ের কারণে উপর থেকে গাছটি নিচের দিকে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

ঘানার জাতীয় অগ্নি নির্বাপক বিভাগের মুখপাত্র প্রিন্স বিলি আনাগলেট বলেন, ব্রোং আহাফো অঞ্চলের জনপ্রিয় কিনটাম্পো ঝর্নায় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ এবং অগ্নি নির্বাপক বাহিনীর একটি যৌথ দল ঘটনাস্থলে পৌছেছেন এবং গাছ চাপায় আটকাদের উদ্ধার করছেন।

এক প্রত্যক্ষদর্শীর মতে, “বৃষ্টি শুরু হলে উপর থেকে একটা বিশাল গাছ নিচের দিকে পড়ে। যারা সাতার কাটছিল তাদের ঠিক উপরে। তাদের অধিকাংশই স্থানীয় ওয়েঞ্চি সিনিয়র হাই স্কুলের শিক্ষার্থী। এছাড়াও কিছু পর্যটকও ছিল তাদের সঙ্গে। যতটা সম্ভব আমরা আটকে যাওয়া মানুষদের উদ্ধারে চেষ্টা করেছি।”

অগ্নি নির্বাপক বিভাগের মুখপাত্র আরও বলেন, নিহত ছাড়াও প্রায় বিশ জনের বেশি মানুষ আহত হয়েছে। আহতদের নিকটবর্তী কিনটাম্পো মিউনিসিপ্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT