বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ঝিনাইদহে ২টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
প্রকাশ: ০৯:৪৯ am ৩০-১১-২০১৭ হালনাগাদ: ০৯:৫১ am ৩০-১১-২০১৭
 
 
 


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে খাবারে রাসায়নিক রং ব্যবহার ও ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে দুটি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এ অভিযান চালান। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় রাসায়নিক রং মেশানোর অপরাশে গোয়ালপাড়া বাজারের মায়ের দোয়া বেকারিতে ৮ হাজার টাকা ও মধুপুর বাজারের জামান ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ইনজেকশন রাখার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল হাশেম, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT