ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ঢাকাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিশুসহ ২ জন নিহত হয়। এছাড়ও আহত হয়েছেন আরো সাতজন।
শুক্রবার রাত ৮টার দিকে রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী সড়কের ফাঁড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তিনাইত (৩)। সে রাণীশংকৈল উপজেলার নেকমরদ বিলপাড় গ্রামের ফইজুল ইসলামের মেয়ে। নিহত অপরজন হলেন- মনজুরা (৩০)। তিনি রাণীশংকৈল উপজেলার চন্দনচহট গ্রামের শাহাজাহান আলীর মেয়ে।
আহতরা বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে রোমার নামে একটি নৈশ্য কোচ রাণীশংকৈল থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী সড়কের ফাঁড়াবাড়ী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থল শিশুসহ অটোরিকশার ২ যাত্রী নিহত হয় ও আহত হয় আরো ৭ জন।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পর রোমার নামে নৈশ্য কোচটিকে আটক করা হয়েছে।”