কুমিল্লায় কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ২ বছর আজ। এখনো খুনি শনাক্ত না হওয়ায় আদালতে দেয়া হয়নি মামলার চার্জশিট। নেই উল্লেখযোগ্য অগ্রগতিও। খুনি চিহ্নিত না হওয়ায় ক্ষুব্ধ তনুর পরিবার ও কুমিল্লার বিশিষ্টজনেরা। সন্দেহভাজন আসামিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে আসছেন তারা।
২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় প্রাইভেট পড়াতে যায় ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী তনু। সময়মতো সে বাসায় না ফিরলে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। এক পর্যায়ে বাসার অদূরে একটি জঙ্গলে তার মৃতদেহ পাওয়া যায়। পরদিন তনুর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন। দু’দফা ময়নাতদন্ত করা হলেও তার মৃত্যুর সুস্পষ্ট কারণ উল্লেখ নেই প্রতিবেদনে।