টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে সাড়ে ৭ শতাধিক পর্যটক নিয়ে সাগরের ডুবোচরে আটকা পড়া জাহাজ এলসিটি কাজলের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তবে জাহাজটি উদ্ধারের জন্য জোয়ারের অপেক্ষা করা হচ্ছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাড়ে ৭ শতাধিক যাত্রী নিয়ে পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল টেকনাফ থেকে রওনা দেয়। বেলা ১২টার দিকে জাহাজটি সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সাগরের ডুবোচরে আটকা পড়ে।
সাগরে ভাটা থাকায় ডুবোচরে জাহাজটি আটকা পড়ে। তাছাড়া, জাহাজটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনেরও অভিযোগ উঠেছে। খবর পেয়ে জাহাজ কর্তৃপক্ষ ও স্থানীয়রা পর্যটকদের জেলেদের ট্রলার ও স্প্রিডবোটে করে কূলে নিয়ে আসে। তবে জাহাজটি বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সেখানে আটকা ছিল।
সাগরে জোয়ারের সময় হলে জাহাজটিকে সরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।