শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বীর মুক্তিযোদ্ধা, স্থপতি, আবৃত্তিকার কাজী আরিফ আর নেই
প্রকাশ: ১০:০৫ am ৩০-০৪-২০১৭ হালনাগাদ: ১০:০৮ am ৩০-০৪-২০১৭
 
 
 


দুদিন ধরে ক্লিনিক্যালি ডেড থাকা বীর মুক্তিযোদ্ধা, স্থপতি, আবৃত্তিকার কাজী আরিফকে চিকিৎসকগণ আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করেছেন। শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে খুলে নেয়া হয়েছে তার লাইফ সাপোর্ট। কাজী আরিফের পারিবারিক সূত্রে জানা যায়, আরিফের ইচ্ছে মোতাবেক তার লাশ বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে। নিউ ইয়র্কের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে গত মঙ্গলবার ৬৪ বছর বয়স্ক কাজী আরিফের  ওপেন হার্ট সার্জারি হয়। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। শনিবার থেকে বিভিন্ন মিডিয়া এবং ফেইসবুকে তার ক্লিনিক্যালি ডেডের খবরে ছড়িয়ে পড়লে দেশে-বিদেশে সাংস্কৃতিকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার  মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হার্টের ভাল্ব অকেজো হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভাল্ব পুনঃস্থাপন এবং আর্টারিতে বাইপাস সার্জারি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেয়া হয়। কাজী আরিফ ১৯৫২ সালের ৩১ অক্টোবর রাজবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT