শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
যশোরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
প্রকাশ: ০৯:৫৮ am ০২-০৭-২০১৮ হালনাগাদ: ১০:২৪ am ০২-০৭-২০১৮
 
 
 


যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার (১ জুলাই) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাওড়ে বিমান বাহিনীর একটি কেএইচডাব্লিউ প্লেন বিধ্বস্ত হয়। 

নিহত পাইলটেরা হলেন- স্কোয়াড্রন লিডার মোহা. সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শামী জানান, নৈশ মহড়ার অংশ হিসেবে পাইলটরা বিএএফ ঘাঁটি মতিউর রহমান থেকে প্লেনটি নিয়ে উড়াল দিয়েছিলেন। প্লেনটি যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে পার্শ্ববর্তী বুকভরা বাওড়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন।

স্থানীয় দেয়াড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিচুর রহমান জানান, রাত সোয়া ৯টার দিকে বিকট শব্দে প্লেনটি বুকভরা বাওড়ে বিধ্বস্ত হয়। পরে স্থানীয় লোকজন ও জেলেরা বাওড়ের আশপাশে ছুটে গেলেও পাইলটদের দেখতে পায়নি।

আইএসপিআর-এর সহকারী পরিচালক রেজাউল করিম শামী জানান, উদ্ধার কাজ চলছে। এ দুর্ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT