শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
শিশু জিহাদের মৃত্যুর মামলায় ৪ জনের কারাদণ্ড
প্রকাশ: ১২:৫৬ pm ২৬-০২-২০১৭ হালনাগাদ: ০১:০০ pm ২৬-০২-২০১৭
 
 
 


রাজধানীর শাহজাহানপুরে ওয়াসার পানির পাম্পের মুখখোলা লোহার পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ রায় দেন।

শাহজাহানপুরের রেলওয়ে কলোনিতে ওয়াসার একটি পানির পাম্পে লোহার পাইপ দিয়ে কূপ খনন করার পর কূপটি নিরাপদ ব্যবস্থা না করে মুখ খোলা অবস্থায় দীর্ঘদিন পরিত্যক্তভাবে ফেলে রাখা হয়। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর শিশু জিহাদ কূপের পাশে খেলা করার সময় পাইপে পড়ে যায়।

ফায়ার সার্ভিস ঘটনার পর থেকে সারা রাত দীর্ঘ চেষ্টা করেও জিহাদকে জীবিত উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় জিহাদের বাবা নাসির ফকির ‘দায়িত্বে অবহেলায়’ জিহাদের মৃত্যুর অভিযোগ এনে শাহজাহানপুর থানায় মামলা করেন।

২০১৬ সালের ৩১ মার্চ ডিবি পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান রেলওয়ের সহকারী জ্যেষ্ঠ প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ওই বছরের ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত।

মামলার অপর আসামিরা হলেন বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, দীপন কুমার ভৌমিক, নাসির উদ্দিন ঠিকাদার, শফিকুল ইসলাম ও ইলেকট্রিশিয়ান জাফর আহম্মেদ শাকি।

মামলায় বিভিন্ন সময়ে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়। এর মধ্যে সাফাই সাক্ষ্য পেশ করেন তিনজন। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT