শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ষাটগম্বুজ মসজিদ পৃথিবীর জন্য আশীর্বাদ: বার্নিকাট
প্রকাশ: ১২:০০ am ০১-১২-২০১৬ হালনাগাদ: ০৫:৪৯ pm ০১-১২-২০১৬
 
 
 


বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদকে পৃথিবীর জন্য আশীর্বাদ বলে মন্তব্য করে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেছেন, “পুরাকীর্তিগুলোতে সংস্কৃতি বৈচিত্র্যের নিদর্শন রয়েছে এই মসজিদে। মসজিদটি সংস্কার করে এর পুরানো রূপ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ঐতিহাসিক এই মসজিদ দেখতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”

বৃহস্পতিবার সকালে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও যাদুঘর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ইউএসএআইডির পরিচালক জেনিনা মেরুজেলস্কি, উপপরিচালক থমাস লাভ, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, প্রত্নতত্ত্ব বিভাগের কাস্টোডিয়ান গোলাম ফেরদৌস, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে প্রদর্শিত খানজাহান (র:) এর ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন পুরাকীর্তির স্বারক ও প্রত্নবস্তু ঘুরে দেখেন।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT