আসছে ২১ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে। তবে রাশিয়া ছাড়া এশিয়ার অন্য কোনো দেশ থেকেই এটি দেখা যাবে না। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার বিভিন্ন অংশে এই সূর্যগ্রহণ দেখা যাবে। যুক্তরাষ্ট্রে সর্বশেষ ১৯১৮ সালে এ রকম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। প্রায় ৯৯ বছর পর আবারও সেই সূর্যগ্রহণ দেখবে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ। মার্কিন মহাকাশ বিজ্ঞানকেন্দ্র 'নাসা' এবারের সূর্যগ্রহণটি সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে। এদিকে, সূর্যগ্রহণের সময় তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আর তাই খালি চোখে এই গ্রহণ দেখতে নিষেধ করেছেন নাসা'র বিশেষজ্ঞরা। কোনো এক্সরে প্লেট নিয়ে বা বিশেষ চশমা পরে দেখার পরামর্শ দিয়েছেন তারা।