শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
সতীর্থদের খুনসুটির শিকার হন সাকিব আল হাসান
প্রকাশ: ১১:৫২ am ১৭-০৪-২০১৮ হালনাগাদ: ১১:৫৭ am ১৭-০৪-২০১৮
 
 
 


কলকাতা নাইটরাইডার্স ছেড়ে সানরাইজার্স হায়দরাবাদে গিয়ে ভালোই সাফল্য পাচ্ছেন সাকিব আল হাসান। বিশেষ করে গত ম্যাচে বেশ উজ্জ্বল ছিলেন এই বাংলাদেশি অলরাউন্ডার। তাঁর অসাধারণ সাফল্যে সে ম্যাচে দলও সহজ জয় ঘরে তুলেছে। তাই সতীর্থদের কাছেও ‘প্রিয়’ ব্যক্তিত্ব হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। 

সম্প্রতি দলের সঙ্গে এক ভেন্যুর খেলা শেষ করে আরেক ভেন্যুতে যাচ্ছিলেন সাকিব। ক্লান্তিতে বিমানে ঘুমিয়ে পড়েন এই বাঁহাতি অলরাউন্ডার। আর এই সুযোগে সতীর্থদের খুনসুটির শিকার হন তিনি। দলের ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান কিছু একটা দিয়ে সাকিবের নাকে ঢুকিয়ে দুষ্টুমি করছিলেন। 

বিষয়টা অবশ্য টের পাননি সাকিব। তিনি গভীর ঘুমে ছিলেন। আর এ ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। 

এদিকে গত ম্যাচে সাকিব বল হাতে দুই উইকেট নিয়েছেন ২১ রান খরচায়।  আর ব্যাট হাতে ২১ বলে নিয়েছেন ২৭ রান। তাঁর অসাধারণ সাফল্যে দল সহজ জয় পেলেও এই বাংলাদেশি অলরাউন্ডারকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়নি। তা নিয়ে কম সমালোচনা হয়নি।

তবে তিন ম্যাচে ব্যাট ও বল হাতে সাকিব যে আলো ছড়িয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না। তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন এবং মোট ৩৯ রান ঝুলিতে পুরেছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়োন্টি দলের অধিনায়ক।   

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT