শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
অবশেষে দ.আফ্রিকা যাচ্ছেন রুবেল
প্রকাশ: ১১:১৭ pm ২১-০৯-২০১৭ হালনাগাদ: ১১:২০ pm ২১-০৯-২০১৭
 
 
 


দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র পেয়ে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন টেস্ট দলে ফেরা জাতীয় দলের পেসার রুবেল হোসেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিসিবি সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার সকালের একটি ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দিচ্ছেন রুবেল। এর আগে গত ১৬ সেপ্টেম্বর শনিবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা দেশ ত্যাগ করেন। তবে ছাড়পত্র সংক্রান্ত ঝামেলায় বোর্ডিং পাস না পাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরে আসতে হয় রুবেলকে। উল্লেখ্য, দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরুর আগে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে বৃহস্পতিবার বেনোনির উইলোমোরে পার্কে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। আগামী ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT