বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘ডুব’
প্রকাশ: ১০:৩৬ am ০৯-০৮-২০১৭ হালনাগাদ: ১০:৩৭ am ০৯-০৮-২০১৭
 
 
 


সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘ডুব’।

মোস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত ছবিটি মঙ্গলবার ছাড়পত্র পাচ্ছে বলে নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সচিব জালাল উদ্দিন মুন্সি।
তিনি বলেন, সেন্সর জটিলতার অবসান শেষ হয়েছে। এখন শুধু সেন্সর বোর্ডের চেয়ারম্যানের স্বাক্ষর বাকি আছে। সেটা দুদিনের মধ্যে হয়ে যাবে আশা করা যাচ্ছে।
bd_affwk30_728X90BD-[C:G.Groc]
উল্লেখ্য, বাংলাদেশের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এর জীবন কাহিনীর সঙ্গে কিছুটা মিল থাকায় ডুব নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এজন্য বাংলাদেশ সেন্সর বোর্ডে মেহের আফরোজ শাওনের অভিযোগের পর সেটি সেন্সর বোর্ড ছবিটি আটকে দেয়।

জাজ এবং এসকে মুভিজ প্রযোজিত ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও বলিউড তারকা ভারতীয় অভিনেতা ইরফান খান।

বাংলাদেশ ও ভারতে এক যোগে এই চলচ্চিত্রটি মুক্তি দেয়ার কথা থাকলেও এখন শুধু বাংলাদেশে মুক্তির বিষয়ে নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক ও জাজের কর্ণধার আবদুল আজিজ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT