শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
অলিম্পিকে রাশিয়াকে নিষিদ্ধ
প্রকাশ: ১০:০২ am ০৬-১২-২০১৭ হালনাগাদ: ১০:০৭ am ০৬-১২-২০১৭
 
 
 


২০১৪ সালে সোচি গেমসে রাষ্ট্রিয় পৃষ্ঠপোশকতায় ডোপিংয়ের অভিযোগে অভিযুক্ত ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিব্য শীতকালীন অলিম্পিকে রাশিয়াকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাং-এ গেমস শুরুর ৬৫ দিন আগে কমিটির লুসানের লেকসাইড কম্পাউন্ডে কার্য নির্বাহী কমিটিকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ খবর দিয়েছে আল জাজিজা। আইওসি এক বিবৃতিতে জানায়, পিয়ংচ্যাং এ আসন্ন অলিম্পিক গেমসে রাশিয়ান অলিম্পিক কমিটিকে (আরওসি) বরখাস্ত করা হয়েছে।  তবে 'কঠোর শর্তাধীনে' রাশিয়ার অ্যাথলেটরা আসরে অংশগ্রহণ করতে পারবে। আইওসি'র প্রেসিডেন্ট থমাস বাচ বলেন,'অলিম্পিক গেমসের মর্যাদা রক্ষার্থে এটি এক অভূতপূর্ব সিদ্ধান্ত । ২০১৬ সালে এক প্রতিবেদনে বিশ্ব ডোপিং বিরোধী এজেন্সি (ডব্লিওএডিএ) জানায়, রাশিয়ার এক হাজারও বেশি অ্যাথলেটের বিরুদ্ধে ডোপিং নেয়ার অভিযোগ রাষ্ট্রীয়ভাবে গোপন করা হয়েছে বলে অভিযোগ জানানো হয়।

২০১২ সালের অলিম্পিক, ২০১৩ সালের বিশ্ব অ্যাথলেট চ্যাম্পিয়নশিপ এবং ২০১৪ সালের শীতকালীন অলিম্পিকে ডপিং নিয়ে রাশিয়ার অ্যাথলেটরা অংশগ্রহণ করেন। এর আগে একই অভিযোগে ২০১৬ সালের প্যারা অলিম্পিক গেমসে নিষিদ্ধ করা হয়েছিল রাশিয়ার অ্যাথলেটদের।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT