শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
আজ গুইানগ্যাম্পের বিপক্ষে ম্যাচ দিয়েই নতুন ক্লাবে অভিষেক নেইমারের
প্রকাশ: ১০:১১ am ১৩-০৮-২০১৭ হালনাগাদ: ১০:১২ am ১৩-০৮-২০১৭
 
 
 


ব্রাজিলের নেইমার এখন প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি)। দলবদল হয়ে গেলেও পিএসজি'র জার্সি গায়ে এখনও মাঠে নামা হয়নি তার। তবে আজ (রোববার) গুইানগ্যাম্পের বিপক্ষে ম্যাচ দিয়েই নতুন ক্লাবে অভিষেক হতে পারে বার্সার সাবেক এই প্লেমেকারের। গতকাল (শুক্রবার) এই তথ্য জানিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) ও ফ্রেঞ্চ লীগ (এলএফপি)। ইতোমধ্যে নেইমারের দলবদল বাবদ ২২২ মিলিয়ন ইউরোর চেক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।  এ ব্যাপারে এলএফপি জানিয়েছে, 'বিকেলে তারা নেইমারের নথিপত্র যাচাই বাছাই করেছে। তিনি (নেইমার) রোববার খেলায় অংশ নিতে পারবেন। নেইমারের খেলা আটকে রাখার কোন কারণ দেখছে না তারা।'   এর আগে দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় গত সপ্তাহে লীগ ওয়ানের ম্যাচে পিএসজি'র হয়ে মাঠে নামতে পারেননি নেইমার। এমিয়েনস এর বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচটি পিএসজি'র স্ট্যান্ডে বসেই প্রত্যক্ষ করেছেন নেইমার।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT