শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
কষ্টের জয়ে শীর্ষে বার্সেলোনা
প্রকাশ: ১০:৩৫ am ২৮-০৯-২০১৭ হালনাগাদ: ১০:৪৭ am ২৮-০৯-২০১৭
 
 
 


স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনাকে এবার চ্যাম্পিয়নস লিগে জয় পেতে হল বেশ কষ্ট করেই। তাও আবার দুর্বল প্রতিপক্ষ স্পোর্টিং লিসবনের বিপক্ষে। পুরো শক্তির দল নিয়ে খেলতে নেমে আত্মঘাতি গোলের কল্যাণে ১-০ ব্যবধানে জিতে গ্রুপের শীর্ষে রয়েছে কাতালান ক্লাবটি।

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘ডি’ এর ম্যাচে ঘরের মাঠে বার্সাকে আতিথ্য দেয় স্পোর্টিং। প্রতিপক্ষের মাঠ এস্তাদি হোসে অ্যালভালাদেতে ম্যাচের প্রথমার্ধে গোলের খুব একটু সুযোগ তৈরি করতে পারেনি বার্সা। এ সময় ম্যাচের ২৮ মিনিটে সার্জিও রবার্তোর পাস থেকে গোল করার সুযোগ পেলেও সুয়ারেজের শট ঠেকিয়ে দেন স্পোর্টিংয়ের গোলরক্ষক লুই পাত্রিসিও।

হতাশার প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে স্বাগতিক খেলোয়াড়ের কল্যাণেই এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ৪৯ মিনিটে মেসির ফ্রি কিক থেকে বল সুয়ারেজের মাথা ছুঁয়ে গোলপোস্টের দিকেই যেতে থাকে। এ সময় পা লাগিয়ে দেন কোয়াতেস। তার পায়ে লেগে বল স্পোর্টিংয়ের জালে জড়িয়ে যায়।

ম্যাচের ৭০ মিনিটে স্পোর্টিং গোল শোধের সুযোগ পেলেও বার্সা গোলরক্ষক টের-স্টেগের দৃঢ়তায় সেটি হয়ে উঠেনি। ম্যাচ শেষ হওয়ার সামান্য আগে নিজেদের ব্যবধান দিগুণ করার সুযোগ নষ্ট করেন পাওলিনহো। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ১-০ ব্যবধানে কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় বার্সেলোনা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT