আনসার বিদ্রােহে চাকরিচ্যুত ১৪৪৭ জনকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার ( ১০জুলাই) দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে অথবা যারা চাকরি করতে অক্ষম। তাদেরকে পেনশন সুবিধা দিতে বলেছেন হাইকোর্ট। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৪ সালে আনসার বাহিনীর সদস্যদের মধ্যে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে অসন্তোষ দেখা দেয়, যা পরবর্তীতে রূপ নেয় বিদ্রোহে। পরে বিদ্রোহ দমন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৪৯৬ আনসার সদস্যকে চাকরিচ্যুত করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। পরবর্তীতে মামলার অভিযোগ থেকে খালাস পান আনসার সদস্যরা। ২ হাজার ৪৯৬ আনসার সদস্যের মধ্যে রুহুল আমিন ও মোজাম্মেল হকসহ ২৮৯ জন চাকরি পুনর্বহাল ও প্রাপ্ত সুযোগ-সুবিধা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। এ রিটের শুনানি নিয়ে ২০১৫ সালের ১২ অক্টোবর আনসার সদস্যদের চাকরিচ্যুত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।