আন্তর্জাতিক কারাতে চাম্পিয়নশিপে ২০১৭ সালে জাতীয় দলের হয়ে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ২টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক অর্জন করেছেন বাংলাদেশের দুই কারাতে খেলোয়াড়। ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর তিন দিনব্যাপি 'এসকেআই ইন্টারন্যাশনাল কারাতে চাম্পিয়নশিপ-২০১৭' ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন ঢাকার মোহাম্মদপুরের আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের আরিফুল ইসলাম ও চাপাঁইনবাবগঞ্জের রোকেয়া খাতুন। আন্তর্জাতিক কারাতের এই আসরটিতে অংশ নিয়ে আরিফুল ইসলাম ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য এবং রোকেয়া খাতুন ১টি স্বর্ণ অর্জন করেছেন। আন্তর্জাতিক চ্যম্পিয়নশিপে বিজয়ীদের মাঝে পদক ও সনদপত্র প্রদান করেন বাংলাদেশের কৃতি সন্তান ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট ব্রিগেড মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল রিলেশনস অফিসার ও ইন্টারন্যাশনাল জোমাসার কাউন্সিল ইন্ডিয়ার মহাসম্পাদক মো. আল মামুন।