আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা ওয়েইন রুনি। গত ২০১৬ সালের নভেম্বরে স্কটল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ৩১ বছর বয়সী এই তারকা ফুটবলার। পিটার শিলটনের পর ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১১৯টি ম্যাচ খেলা রুনি মাত্র ১৭ বছরে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছিলেন রুনি। ২০০৩ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হয় তার অভিষেক। ওই বছরই মেসিডোনিয়ার বিপক্ষে গোল করে আন্তর্জাতিক ফুটবলে গোলের খাতা খুলেন রুনি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এভারটনে ফেরার পর ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে দুটি গোল করায় আবারও রুনির জাতীয় দলে ফেরার আভাস পাওয়া যাচ্ছিল। তবে, রাশিয়ায় বিশ্বকাপ এক বছরের কম সময়ের মধ্যে হলেও আর জাতীয় দলে না ফেরার সিদ্ধান্ত নিলেন রুনি। অবসরের ব্যাপারে রুনি জানান, 'আন্তর্জাতিক ফুটবল থেকে আমি চিরতরে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জন্য খুব কঠিন একটি সিদ্ধান্ত। এক্ষেত্রে আমি কেবল আমার পরিবার, এভারটনে আমার কোচ এবং যারা আমার খুব কাছের তাদের সঙ্গে আলোচনা করেছি।' তিনি আরও জানান, 'ইংল্যান্ডের একনিষ্ঠ একজন ভক্ত হয়ে থাকবো আমি। টুর্নামেন্ট সফল একটি ইংল্যান্ড দলের অংশ হতে না পারা আমার গুটিকয়েক অনুশোচনার মধ্যে একটি।'