আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগরহার প্রদেশে একটি শেষকৃত্য অনুষ্ঠানে বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। নানগরহারের প্রাদেশিক গভর্নর আত্তাউল্লাহ খোগয়ানির বলেছেন, রোববার (৩১ ডিসেম্বর) ওই প্রদেশের জালালাবাদের সাবেক জেলা প্রধানের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে এই বোমা হামলা চালানো হয়। এতে ১৮ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। এখন পর্যন্ত এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। ওই প্রদেশে ইরাকি আইএসের একটি শাখার তৎপরতা রয়েছে। এর আগে তারা কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়েছে। এদিকে এ ঘটনার পর দেশটির সাবেক নেতা হামিদ কারজাই এক টুইট বার্তায় একে ‘একটি অশুভ তৎপরতা’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। সূত্র: আল-জাজিরা