মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তিন হাজারেরও বেশি সৈন্য পাঠাবে বলে সিনহুয়া'র এক খবরে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, এটা ঠিক তিন হাজারের বেশী হতে পারে। তবে আমি এখনও সেনা পাঠানোর শেষ আদেশে সই করিনি। আমরা চাচ্ছি সুনির্দিষ্ট এবং স্বল্প পরিমাণ সৈন্য পাঠাতে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন আফগান নীতি ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যে ম্যাটিস এ কথা বলেন। গত মাসে পেন্টাগণের একজন মুখপাত্র বলেছেন, আফগানিস্তানে বর্তমানে ১১ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।